1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন

রাজশাহীতে নিহত কিশোরগঞ্জের ইন্নী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশ কাল শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৬ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মমতাজ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী জিলফা জাহান ইন্নীকে ধর্ষনের পর পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার প্রচার চালিয়ে প্রকৃত ঘটনা আড়াল করার প্রতিবাদে ও ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি করা হয়েছে।
আজ দুপুর ১২টা কিশোরগঞ্জ কালীবাড়ি মুক্ত মঞ্চে ছাএজনতার ব্যানারে শিক্ষার্থী,নাট্যশিল্পী,সাংবাদিক ও সচেতন মহলের নেতৃবৃন্দের সম্মিলিতভাবে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
আব্দুর রহমানের সভাপতিত্বে ও এড.এম এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিদিনের কিশোরগঞ্জ প্রতিনিধি সাইফুদ্দিন আহমেদ লেলিন, কালের নতুন সংবাদ এ-র সম্পাদক খায়রুল ইসলাম, বাংলাদেশ বেতারের শিল্পী হোসনেআরা মমতাজ, আবৃত্তিকার রুমা আক্তার, নাট্যশিল্পী হারুন রশীদ, সহকারী অধ্যাপক সামিউল হক মোল্লা, মৎসজীবি দলের সাধারণ সম্পাদক শ্যামল মিল্কী, শিক্ষক আবুল হোসেন বিএসসি, নিহত ইন্নীর পিতা সাংবাদিক ও নাট্যশিল্পী ছড়াকার সাদেকুর রহমান রতন।

উল্লেখ্য যে, রাজশাহীর বহরমপুর এলাকার মেহেদী হাসান নিপুর ভারা বাসায় গত ১৬/০১/২০২৫ ইং তারিখে ফাসিঁতে ঝুলানো অবস্থায় লাশ পাওয়া যায় পরবর্তীতে বাড়িওায়াল ও হত্যার সাথে জারিতরা নাটকীয় ভাবে ইন্নীর লাশ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী মহল ধষর্ক ও খুনীদের বাঁচাতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়। ফলে মামলা জটিলতা সৃষ্টি হয় অবশেষে গত ৭ মার্চ ২০২৫ নিহত ইন্নির পিতা সাদেকুর রহমান রতন বাদী হয়ে রাজশাহীর রাজাপড়া (আর,এম,পি) তে মামলা দায়ের করেন। মামলা নং- ১৪০১(৬)/১
(০৮/০৩/২০২৫)।
এ সংবাদ লেখা পর্যন্ত ২ জনকে আটক করেছে পুলিশ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST