সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্র নদ থেকে দীর্ঘদিন দিন যাবত অবৈধভাবে মাটি কাটা ও ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে প্রশাসনের চোখে ফাকি দিয়ে সরকারী সম্পদ আত্মসাৎ করে আসছে একটি চক্র।
সোমবার (৩ ফেব্রয়ারী) বিকেলে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা অবৈধ মাটি ব্যবস্থাপনা ও বালু উত্তোলন রোধে উপজেলার সাহেবেরচর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ওই সময় চক্রের সদস্য অবৈধ বালু উত্তোলন ও বিক্রেতা একজন কে ষাট হাজার টাকা জরিমানা করেন। কাজী নাহিদ ইভা জানান, উপজেলার সাহেবের চর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের একিটি বিশেষ অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনকারী ট্রাকভর্তি বালু অবৈধ ভাবে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে।
পরে তকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারায় একজনকে ৬০ হাজার টাকা অর্থদন্ডে দান্ডিত করেন।
ইউএনও অবৈধভাবে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও মাটি অব্যবস্থাপনা প্রতিরোধে এলাকাবাসীকে সহযোগীতা করার অনুরোধ জানিয়ে বলেন যারা অবৈধ ভাবে বালু উত্তোলন ও মাটি কেটে নেয়ার কাজে লিপ্ত রয়েছে তাদেরকে আইনের কাছে সুপর্দ করুন বা আমাকে জানাবেন। এতে নদী ভাঙ্গন রোধ ও পরিবেশে রক্ষা হবে।