ফারজানা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ-জোহরা এর সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত , মুক্তিযোদ্ধা, ছাত্র সমন্বয়ক জনপ্রতিনিধি ও সুশীল সমাজের লোকদের মধ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকার সময় অনুষ্ঠিত মত বিনিময় সভায় মেজর সাজ্জাত হোসেন তার বক্তব্যে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সোহার্দ পূর্ণ সম্পর্ক বজায় রেখে শিক্ষাদান ও শিক্ষা গ্রহন করার আহ্বান জানান। শিক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলেও আশ্বাস প্রদান করেন।
এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) রাকীন মাশরুর খান, উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল মিল্লাত ,একাডেমিক সুপার মোহাম্মদ মুশফিকুর রহমান, যুবদলের সভাপতি আজাহার উদ্দিন লিটন, পৌর বিএনপির সাধারন সম্পাদক মো:শাহ আলম, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ,কুলিয়ারচর সরকারি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, প্রভাষক মো: লিচু মিয়া,কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো:ফজলুল হক, বীর কাসিন নগর উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ রিয়াজুল করিম, লক্ষিপুর দ্বীমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন গোবরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন আক্তার, আলিফ বিজ্ঞান ও কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো:ফারুক মিয়া, উপজেলা ছাত্র সমন্বয়ক মো: আঃ হাসিব, ফয়সাল আহমেদ রাজিব, ফয়সাল আহমেদ তুহিন, ফাহিম আহমেদ, মোহাম্মদ মাজেদুল ইসলাম ও সিফাত আহমেদ সহ সুশীল সমাজের লোক প্রমুখ।