1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় ভাতিজার হাত ধরে উধাও চাচী

  • প্রকাশ কাল শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৬৫ বার পড়েছে

আবু হানিফ পাকুন্দিয়া কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পাকুন্দিয়া পৌরসভার সৈয়দগাঁও পূর্বপাড়া গ্রামে প্রায় তিন বছর আগে মকুলের সঙ্গে বিয়ে হয় সবিতার। বিয়ের চার মাস পরেই মধ্যপ্রাচ্যে পাড়ি জমান মকুল।

সেই সুযোগে আপন ভাতিজা শাকিলের সঙ্গে অনৈতিক প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সবিতার।সেই সম্পর্কের জেরে গত ১২ জুন বুধবার রাতে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে ভাতিজা শাকিলের সঙ্গে পালিয়ে যায় সবিতা। সবিতার রয়েছে দুই বছরের ফুটফুটে কন্যা সন্তান।

এদিকে এ ঘটনায় প্রবাসে পাগল প্রায় হয়ে পড়েছেন সবিতার স্বামী মকুল । এ ঘটনায় পাকুন্দিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন প্রবাসী মকুল পক্ষে তার ছোট ভাই খায়রুল ।

এ ঘটনায় গ্রামজুড়ে তোলপাড় শুরু হয়েছে।
জানা যায়, প্রায় তিন বছর আগে পাকুন্দিয়া পৌর সভার সৈয়দগাঁও পূবপাড়া গ্রামের মকুলের সঙ্গে উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী নামা পাড়া গ্রামের সুবিতা বিয়ে হয়। বিয়ের ৪ মাস পরেই পরিবারের হাল ধরতে মধ্যপ্রাচ্যে যান স্বামী মকুল। এ সুযোগে পাশের বাড়ির ভাতিজা জাকির হোসেন ছেলে শাকিল সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেন সুমাইয়া। সেই সম্পর্কের জেরে গত ১২,০৬,১৪ইং জুন গভীর রাতে টাকা-স্বর্ণালংকার নিয়ে ভাতিজা শাকিল সঙ্গে পালিয়ে যান সবিতা।

মোবাইল ফোনে প্রবাসী মকুল বলেন, একদিন আগেও আমি ৫০,০০০হাজার টাকা পাঠিয়েছি। এছাড়া ঘরে ছিল নগদ আড়াই লাখ টাকা ও বিয়ের স্বর্ণালংকার। সব নিয়ে আমার ভাতিজার সঙ্গেই পালিয়েছেন আমার স্ত্রী।
ভাতিজা শাকিলের সাথে কথার বলার জন্য তার ফোনে কল করা হলে রিসিভ হয়নি। এ বিষয়ে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST