1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এইচটিআই কর্তৃক বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ঔষধ এবং পরামর্শ প্রদান জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ জেটেব ঢাকা মহানগর পূর্ব শাখার আহবায়ক কমিটি লক্ষ্মীপুরে ছাত্র হত্যার মামলায় আটক ১৬ পাকুন্দিয়ায় পারভেজ হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন পাকুন্দিয়া বজ্রপাতে বিএনপি নেতা নিহত, আহত-২ সরিষাবাড়ি সাব-রেজিস্টার অফিসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: দুদকের অভিযান কিশোরগঞ্জে জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল কটিয়াদীতে বাণিজ্য মেলার অনুমতি না থাকায় বন্ধ করলো ইউএনও তাড়াইলে যুগান্তর প্রতিনিধিকে কুপিয়ে যখম করেছে দূর্বিত্তরা চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হনুমান উদ্ধার
শিরোনাম
এইচটিআই কর্তৃক বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ঔষধ এবং পরামর্শ প্রদান জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ জেটেব ঢাকা মহানগর পূর্ব শাখার আহবায়ক কমিটি লক্ষ্মীপুরে ছাত্র হত্যার মামলায় আটক ১৬ পাকুন্দিয়ায় পারভেজ হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন পাকুন্দিয়া বজ্রপাতে বিএনপি নেতা নিহত, আহত-২ সরিষাবাড়ি সাব-রেজিস্টার অফিসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: দুদকের অভিযান কিশোরগঞ্জে জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল কটিয়াদীতে বাণিজ্য মেলার অনুমতি না থাকায় বন্ধ করলো ইউএনও তাড়াইলে যুগান্তর প্রতিনিধিকে কুপিয়ে যখম করেছে দূর্বিত্তরা চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হনুমান উদ্ধার

পিঁড়িতে বসে চুল কাটা এখন শুধুই স্মৃতি

  • প্রকাশ কাল রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৩ বার পড়েছে

মো: সোহেল মিয়া, স্টাফ রিপোর্টার, হোসেনপুর (কিশোরগঞ্জ):

একসময় ছিল যখন গ্রামে গ্রামে ঘুরে চুল-দাড়ি কাটতেন অসংখ্য নরসুন্দর। এখন সে দৃশ্যের দেখা তেমন একটা মিলেনা। প্রতিটি বাজারে উন্নত মানের সেলুন ও বিউটি পার্লার স্থাপিত হওয়ার কারণে পিঁড়িতে বসিয়ে চুল দাড়ি কাটার দৃশ্য এখন শুধুই স্মৃতি।

কিশোরগঞ্জের হোসেনপুরের হাট বা গঞ্জে বসে চুল কাটা ও সেভ করা নরসুন্দরদের তেমন দেখা যায় না৷ পৌর ভবনের পাশে বৃহস্পতিবার ও রবিবার সাপ্তাহিক হাটের দিন তিন চারজন নরসুন্দরকে দেখা যায়।

সরেজমিনে হোসেনপুর বাজারে গিয়ে দেখা যায় চুল-দাড়ি কাটছেন সুনিল। যার বয়স ৯০। তার চার ভাইয়ের মধ্যে তিন ভাই এ পেশার সাথে জড়িত। উপজেলা সদরের হনুমান তলায় ছোট ভাই রাখালের সেলুন থাকলেও তারা বড় দুই ভাই সুনিল আর বুদ্ধু পিড়িতে বসে চুল দাড়ি কাটেন বাজারে।

তারা জানান,এ পেশায় এখন সংসারের খরচ জোগান দেওয়া বড়ই কঠিন। বর্তমানে সেভ ১৫ টাকা ও চুল কাটা ৩০ টাকা।তাও আবার সারাদিন বসে থেকে ৪ থেকে ৫ টা কাস্টমার জুটে। আধুনিক ছোঁয়া না লাগলেও বাপ-দাদা আমলের সেই স্মৃতি ধরে রেখেছেন উপজেলার হাতেগোনা কয়েক জন নরসুন্দর।

ধুলিহর গ্রামের নরসুন্দর মতি মিয়া জানান,
৪০ বছর ধরে তিনি বিভিন্ন হাট বাজারে, গ্রামে গ্রামে ঘুরে নরসুন্দরের কাজ করে থাকেন। শুরুতে এক টাকার বিনিময়ে চুল আর পঁচিশ পয়সায় দাড়ি গোঁফ সাইজ করতেন। তখন ভালো আয় রোজগার হতো। আর এখন বাজার মূল্য বাড়লেও সারাদিন ঘুরে ক্লান্ত মনে বাড়ী ফিরেন সন্তোষজনক রোজগার হয়না।

তিনি আরও জানান-সিদলা ইউনিয়নের পাগলা বাজারে তার ছেলেদের একটি উন্নতমানের সেলুন রয়েছে কিন্তু তিনি বহু বছরের ঐতিহ্য টা ছাড়তে পারছেন না। তার মতে গ্রামে গঞ্জে কাজ করলে সকল বয়সের প্রিয় মানুষদের দেখা মিলে যা এই বৃদ্ধ বয়সে মনের প্রশান্তি আনে। উল্লেখ্য সুপারি গাছের খোলস দ্বারা তৈরি চমকপ্রদ সুন্দরের বহিঃপ্রকাশ তাদের যন্ত্রাংশ রাখার পাত্রটি একটি বাজারের ব্যাগে করে ঘুরে বেড়ান গ্রামে গ্রামে। বসেন উপজেলার সদর, পিতলগঞ্জ, ভোটের বাজার, গড়বিশুদিয়া, হারেঞ্জাসহ বেশ কয়েকটি বাজারে।

হোসেনপুর বাজারে সেলুনে চুল কাটা নরসুন্দর মিলন জানান, এক সময় হাট-বাজারে পিড়িতে বসে চুল-দাড়ি কাঁটত মানুষ। কিন্তু কালের বিবর্তনের আধুনিকতার ছোঁয়ায় মানুষের চুল-দাড়ি কাটার জন্য অনেক সেলুন গড়ে উঠেছে। এসব সেলুনে মানুষ আরাম আয়েশে চুল কাটেন।

সেলুনে চুল কাটতে আসা শামীম মিয়ার কাছে পিড়িতে বসে চুল কাটা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে হাটে-বাজারে পিড়িতে বসা এই সেলুনগুলো। বর্তমান সময়ে বড় বড় মার্কেটে ঘর সাজিয়ে এমন কি শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরে বসে নর সুন্দরেরা মানুষের চুল কাটার কাজ করছেন। মানুষের সুন্দর্যের অন্যতম উপকরণ চুল এই চুল নিয়ে যুগে যুগে মানুষের ভাবনার অন্ত নেই। সেই কারণে নাপিতদের কদর ও প্রয়োজনীয়তা আজও ফুরিয়ে যায়নি।তবে বর্তমান দ্রব্যমূল্যের চড়া বাজারে অসহায় দিনাতিপাত করেন পিঁড়িতে বসিয়ে চুল দাড়ি কাটা নরসুন্দরেরা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST