আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি ঃ
২০২৩-২৪ অর্থবছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সরবরাহ সহায়তা প্রদানের জন্য মাসকলাই প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
বুধবার ২০ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ এর সভাপতিত্বে, উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন জাহানের সঞালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।
ধীতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান শারফুল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উপজেলা প্রশাসন ও কৃষি অফিস, ভালুকা এর আয়োজনে ১৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়।