আঃ হামিদ মধুপুর ( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উদ্যোগে অবৈধ স্হাপনা উচ্ছেদের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারী) বিকেলে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি), ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নঈম উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন মধুপুর থানা অফিসার ইনচার্জ মো: জাফর ইকবাল সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগন এবং পৌর সভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।
উচ্ছেদ অভিযানে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন রাস্তার পাশে অবৈধ স্হাপনা উচ্ছেদ করা হয়। মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নঈম উদ্দীন বলেন অবৈধ দখলদারদের কবল থেকে ফুটপাত মুক্ত, যানজট মুক্ত ও শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখা, ও যানজট নিরসনের লক্ষে এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও যানজট নিরসনের লক্ষে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি
জানান।