সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে ভয়াবহ অনিয়মের চিত্র উঠে এসেছে দুর্নীতি দমন কমিশনের অভিযানে। সরকারি মজুদের বিপুল পরিমাণ ধান ও চাল না পাওয়ার অভিযোগে একাধিক গোডাউন সিলগালা করেছে দুদক।
রবিবার উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামের জেলা খাদ্যগুদামে দিনভর অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন—দুদক।
জেলা শহরের নতুন রেল স্টেশন এলাকার খাদ্যগুদামের আটটি গোডাউন সরেজমিনে পরিদর্শন করে বড় ধরনের মজুদ ঘাটতির অভিযোগ পায় সংস্থাটি।
দুদকের প্রাথমিক তদন্তে দেখা যায়, সরকারি রেকর্ড অনুযায়ী মজুদ থাকার কথা থাকলেও বাস্তবে পাওয়া যায়নি ৫২১ মেট্রিক টন ধান এবং ৩৫ মেট্রিক টন চাল। এছাড়াও নিম্নমানের চাল সংগ্রহ,নতুন বস্তার পরিবর্তে পুরাতন বস্তা ব্যবহার এবং সরকারি ধান অন্যত্র বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অন্যদিকে কৃষকের পরিবর্তে ব্যবসায়ির কাছ থেকে নিম্নমানের ধান ক্রয়ের প্রমাণ পেয়েছে দু’দক।
মো. সাবদারুর ইসলাম, সহকারী পরিচালক, দুদক,কুড়িগ্রাম বলেন,“পরিদর্শনে আমরা উল্লেখযোগ্য পরিমাণ ধান ও চালের ঘাটতি পেয়েছি। সংশ্লিষ্ট গোডাউনগুলো সিলগালা করা হয়েছে। খাদ্যগুদাম কর্তৃপক্ষ সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
দুদক জানায়, অভিযোগের ভিত্তিতে প্রধান কার্যালয়ের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কিছু চাল মানবভোগের অনুপযোগী বলেও চিহ্নিত করা হয়েছে।
তবে এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা শরিফ আহমেদ।