নিজস্ব প্রতিবেদক :
সাংবাদিক শেখ আল আজহার এর রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকায় কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের অফিসে মরহুম সাংবাদিক শেখ আল আজহার এর রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিট এর সভাপতি ফায়জুল হক গোলাপের সভাপতিত্বে বিটিএন বাংলার সম্পাদক আসাউজ্জামান জুয়েল এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক শুরুক পত্রিকার সম্পাদক ও কিশোরগঞ্জ পত্রিকা সম্পাদক পরিষদের সাধারণ মানুষের হাকীম মোহাম্মদ ফজলুর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি খায়রুল ইসলাম, কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম নজরুল, সাধারণ সম্পাদক মাসুদ মিয়া, কোষাধক্ষ ফায়জুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিট এর সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক খান জিকু, কোষাধক্ষ আজিজুল হক ফাহিম, মহীনন্দ ইউনিয়ন ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক উজ্জ্বল সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মরহুম সাংবাদিক শেখ আল আজহার তিনি কিশোরগঞ্জ মডেল কলেজ ক্লাবের ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার সহ সভাপতি, কিশোরগঞ্জ জেলার সাংবাদিক ইউনিটের সদস্য এবং দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ছিলেন।
মরহুম সাংবাদিক শেখ আলহাজার গত ৬ই জানুয়ারি রাতে অনুমান ৭:৩০ ঘটিকায় সময় তাহার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। পরে ৭ জানুয়ারি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুম সাংবাদিক শেখ আল আজহার এর দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত বক্তারা সকলেই তার রুহের মাগফিরাত কামনা করেন।