1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে কৃষকের পরিবর্তে ব্যবসায়ির ধান ক্রয়, দু’দকের অভিযান মধুপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ময়মনসিংহে হত্যা মামলার আসামী র‍্যাব-১৪ কর্তৃক গ্রেফতার একটি স্বাক্ষর, একটি দাবি; সুতাং নদী রক্ষার চাবিকাঠি: আন্দোলনে লাখাইবাসী ‎অতিরিক্ত পণ্যবাহী ট্রাকের চাপে ক্ষতিগ্রস্ত বেইলি ব্রিজ যান চলাচল বিচ্ছিন্ন‎ সাংবাদিক শেখ আল আজহারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ নান্দাইলের রাজগাতী ইউনিয়নে গ্রামবাসীর উদ্যোগে খাল খনন মাদকের বিরুদ্ধে সংবাদ করায় কারাগারে সাংবাদিক – অপকর্মে জড়িত পুলিশ লাখাইয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ; নিহত ১, আহত ২৫ হোসেনপুর উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কাজী আছমা বেগম
শিরোনাম
কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে কৃষকের পরিবর্তে ব্যবসায়ির ধান ক্রয়, দু’দকের অভিযান মধুপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ময়মনসিংহে হত্যা মামলার আসামী র‍্যাব-১৪ কর্তৃক গ্রেফতার একটি স্বাক্ষর, একটি দাবি; সুতাং নদী রক্ষার চাবিকাঠি: আন্দোলনে লাখাইবাসী ‎অতিরিক্ত পণ্যবাহী ট্রাকের চাপে ক্ষতিগ্রস্ত বেইলি ব্রিজ যান চলাচল বিচ্ছিন্ন‎ সাংবাদিক শেখ আল আজহারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ নান্দাইলের রাজগাতী ইউনিয়নে গ্রামবাসীর উদ্যোগে খাল খনন মাদকের বিরুদ্ধে সংবাদ করায় কারাগারে সাংবাদিক – অপকর্মে জড়িত পুলিশ লাখাইয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ; নিহত ১, আহত ২৫ হোসেনপুর উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কাজী আছমা বেগম

নান্দাইলের রাজগাতী ইউনিয়নে গ্রামবাসীর উদ্যোগে খাল খনন

  • প্রকাশ কাল শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের রাজগাতী ও বিলবেদারা গ্রামের গ্রামবাসীর উদ্যোগে নিজস্ব অর্থায়নে এক কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের একটি খাল খনন করা হয়েছে।
দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনার কারণে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতো এবং শুষ্ক মৌসুমে কৃষিকাজে দেখা দিত পানির তীব্র সংকট। এতে কৃষক ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হতো । এমন পরিস্থিতিতে এলাকার সচেতন ও উদ্যোগী মানুষজন একত্রিত হয়ে খাল খননের সিদ্ধান্ত নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ আব্দুল হাই সরকার, রেজওয়ান খান, সাইফুল ইসলাম, রাসেল মিয়া, সাজ্জাদ হোসেন, অলিউল্লাহসহ গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সম্মিলিতভাবে অর্থ সংগ্রহ ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল খননের কাজ সম্পন্ন করেন। প্রায় এক কিলোমিটারেরও বেশি অংশ খনন হওয়ায় বর্ষা মৌসুমে খালটিতে স্বাভাবিক পানি প্রবাহ ফিরে আসবে বলে আশা করছেন এলাকাবাসী। এর ফলে বর্ষাকালে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন হবে এবং জলাবদ্ধতার সমস্যাও অনেকাংশে কমবে।
এ বিষয়ে উদ্যোক্তা মোঃ আব্দুল হাই সরকার জানান, দীর্ঘদিন ধরে সরকারি সহায়তার আশায় থাকলেও কোনো কার্যকর উদ্যোগ না আসায় শেষ পর্যন্ত গ্রামবাসীরাই নিজেরা খাল খননের কাজ হাতে নিতে বাধ্য হন। এবং খাল খননে দেড় লক্ষ টাকা খরচ হয়েছে।
অন্যদিকে সাইফুল ইসলাম বলেন, গ্রামবাসীর স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নের এই উদ্যোগ ইতোমধ্যেই এলাকাজুড়ে প্রশংসিত হয়েছে। তবে সরকারি সহযোগিতা পেলে খালটির আরও দীর্ঘ অংশ খনন ও টেকসইভাবে সংরক্ষণ করা সম্ভব হতো।
গ্রামবাসীরা খালটির ভবিষ্যৎ রক্ষণাবেক্ষণ ও সরকারি ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সরকারি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST