সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বাদ আছর করিমগঞ্জ উপজেলা বিএনপির উদ্দ্যোগে দলীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি সভাপতি আজিজুল ইসলাম দুলাল এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন খান পল্টুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে খালেদা জিয়ার জীবন ও উন্নয়নের নানাবিধ বিষয়ে আলোচনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল সিকদার।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, পৌর বিএনপির সভাপতি হাজী আশরাফ হোসেন পাভেল, সাধারণ সম্পাদক হারুন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সজল সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মোশাররফ হোসেন, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক কনক, নূরে আলম রাসেল, ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক
হাবিবুর রহমান বিপ্লব বেগম খালেদা জিয়া স্মরণে স্বরচিত কবিতা পাঠ করেন।
বক্তাগণ বেগম জিয়ার স্মৃতিচারণ করে গৃহবধূ থেকে রাজপথ, রাজপথ থেকে রাষ্ট্রনায়ক হওয়া উন্নয়ন ও আন্দোলনে তাঁর আপোষহীন গৌরবময় ভূমিকার কথা তুলে ধরেন। আলোচনা ও দোয়া মাহফিলে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
সবশেষে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা নাসিরুদ্দিন আহমেদ।