মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার ৮শত কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ, উফশী ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। ২কেজি পরিমাণে হাইব্রিড বোরো ধান বীজ পাবেন ১ হাজার ৭০ জন কৃষক এবং ৫কেজি পরিমাণে উফশী ধান বীজ, ১০কেজি পরিমাণ এমওপি,১০ কেজি পরিমাণ ডিএপি সার পাবেন ৭শত ৩০ জন কৃষক।
বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ, উফশী ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমে বোরো ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আচমিতা ইউনিয়নের আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান, কটিয়াদী পৌরসভার উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মঈনুল ইসলাম, মোঃ লিটন মাহমুদসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূইয়া জানান, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ১টি পৌরসভা ও ৯ টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার ৮শত কৃষকের মধ্যে ২কেজি পরিমাণে হাইব্রিড বোরো ধান বীজ পাবেন ১ হাজার ৭০ জন কৃষক এবং ৫কেজি পরিমাণে উফশী ধান বীজ, ১০কেজি পরিমাণ এমওপি,১০ কেজি পরিমাণ ডিএপি সার পাবেন ৭শত ৩০ জন কৃষক। প্রতিটি ফসলের জন্য কৃষকদেরকে ৫কেজি পরিমাণে উফশী জাতের ধান বীজ ও ২ কেজি পরিমাণে বোরো হাইব্রিড জাতের ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়।