রিতু আক্তার
কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলা মাইজচর ইউনিয়নের চেয়ারম্যান তাবারক মিয়াকে প্রত্যাহার ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার ১৮ নভেম্বর দুপুরে মাইজচর ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মোঃ কাইয়ুমের পরিচালনায়,বক্তব্য রাখেন,দন মিয়া মেম্বার, এরশাদ মেম্বার, এনাম মেম্বার, আলী আকবর মেম্বার, মামুনসহ এলাকাবাসী।
বক্তারা বলেন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ভোট চুরিকরে ইউপি চেয়ারম্যান হয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
এমনকি একাধিক মামলা আসামি অভিযুক্ত ইউপি চেয়ারম্যান তাবারক মিয়া। সে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর হতে ইউনিয়ন
পরিষদে অনুপস্থিত থাকায় পরিষদের সব কার্যক্রম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। দ্রুত তাকে অপসারণ করে প্রশাসক ও প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবি জানান এলাকাবাসী।
এব্যাপারে মাইজচর ইউনিয়ন পরিষদের সচিব আলমগীর হোসেন বলেন আমি আগস্ট মাসে যোগদান করেছি, আমি আসার পরে চেয়ারম্যান একদিনো পরিষদে আসেনি।
এলাকাবাসী বলেন অপসারণ ছাড়া ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক হবে না। তাই তারা দ্রুত যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে চেয়ারম্যানের অপসারণ।