নিজস্ব প্রতিবেদক:
হোসেনপুর উপজেলায় বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন হয়েছে।
গঠিত কমিটিতে পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিনকে সভাপতি, গড়বিশুদিয়া ডিএইচডি দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক মোঃ শামছুল আলমকে সাধারণ সম্পাদক এবং হোসেনপুর বিএম কলেজ প্রভাষক মোঃ নজরুলইসলাম মৃধাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
গত ১৬ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে অনুমোদিত এই কমিটিতে হোসেনপুর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটি অনুমোদন করেন জেলা সভাপতি মাজহারুল আলম ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ। শিক্ষকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।