মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার দুর্গাপুরে রূপসী বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান ফকিরের ওপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় ‘নেত্রকোনা সাংবাদিক সমাজ’-এর আয়োজনে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন,দায়িত্ব পালনরত জেলার একজন দায়িত্বশীল সংবাদকর্মীর ওপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর ভয়াবহ হুমকি। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
বক্তারা আরও জানান,সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব,আর এ ধরনের ঘটনা বরদাশত করা হবে না।
যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন তবে আমরা নিরাপত্তার জন্য রাস্তায় আন্দোলনে নামতে বাধ্য হবো।
হামলায় আহত সাংবাদিক লুৎফুজ্জামান ফকির বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মানববন্ধনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী,সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।