মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি থেকে আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা–৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর– কে, গণসংবর্ধনার আয়োজন করেন মদন উপজেলা বিএন পি,পৌর বিএনপি।
শুক্রবার জুম্মা নামাজের পর বিকেলে, উপজেলার পাবলিক হল মাঠে অনুষ্ঠিত হয়। সমাবেশটি ঘিরে সকাল থেকেই সাধারণ মানুষের ঢল নামে।বিভিন্ন গ্রাম, ইউনিয়ন ও পৌর এলাকা থেকে মিছিল, ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে উঠে লোকজন উপস্থিত।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ নূরুল আলম তালুকদারের সভাপতিত্বে, ও পৌর বিএনপি’র সভাপতি কামরুজ্জামান চন্দনের সঞ্চালনায়,।উপস্থিত ছিলেন প্রধান বক্তা মোঃ রফিকুল ইসলাম আকন্দ,বিশেষ বক্তা জনাব আব্দুল কাদির সাধারণ সম্পাদক পৌর বিএনপি, নেত্রকোনা জেলা বিএনপির, সাবেক সভাপতি মান্নন তালুদার ও সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবর খাঁন,মোহনগঞ্জ বিএনপির সভাপতি সেলিম খাঁন ও সাবেক যুবদলের সিনিয়র সহসভাপতি রানি খাঁন প্রমুখ, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও সমাবেশে অংশ নেন। এ সময় বক্তারা বলেন,সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেব অতীতেও এলাকার উন্নয়ন, জনস্বার্থ রক্ষা এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে কাজ করেছেন। মনোনয়ন পাওয়ার পর এই গণসংবর্ধনা তার জনপ্রিয়তারই প্রতিফলন।
গণসংবর্ধনায় লুৎফুজ্জামান বাবর বলেন,
“এলাকার মানুষের ভালোবাসা ও বিশ্বাসই আমার শক্তি। তাদের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যেতে চাই। মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরীর উন্নয়নই আমার অঙ্গীকার।”
আয়োজকরা জানান, বিপুল জনসমাগম সত্ত্বেও পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই গণসংবর্ধনা আগামী নির্বাচনে লুৎফুজ্জামান বাবরের শক্তিশালী অবস্থানকে আরও সুস্পষ্ট করেছে।