তৌকির আহাম্মেদ হাসু,স্টাফ রিপোর্টার:
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করে ব্যক্তিগত ভাবমূর্তি নষ্টের অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সরিষাবাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে পরিচালিত অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামালপুর-৪(সরিষাবাড়ী) আসনের বিএনপির শক্তিশালী এমপি প্রার্থী মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম বলেন,আওয়ামী লীগ সরকারের সময় আমি টানা ১৫ বছর ধরে ২৪৮টি মামলার আসামি হয়ে ব্যক্তিগত জমি বিক্রি করে বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ১২ হাজার নেতাকর্মীর মামলা পরিচালনার খরচ বহন করেছি।অথচ বর্তমানে কিছু কুচক্রী মহল এবং এলডিপির একটি অংশ আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করছে।
তিনি আরও জানান,রাতের আঁধারে নিজেরাই ব্যানার ও পোস্টার লাগিয়ে আবার নিজেরাই তা ছিঁড়ে ফেলছে।পরে ফেইক আইডি ও কিছু সাংবাদিক দিয়ে আমার বিরুদ্ধে কুরুচিপূর্ণ সংবাদ প্রচার করা হচ্ছে। অথচ যমুনা সারকারখানার আউট সোর্সিং বা ঠিকাদারি কাজ সম্পর্কে আমি কিছুই জানি না। সারকারখানার কোনো কর্মকর্তার সঙ্গেও আমার পরিচয় নেই।তারপরও আমার বিরুদ্ধে কোটি টাকার চাঁদাবাজির অপপ্রচার চালানো হচ্ছে।
আরও বলেন,আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করা হচ্ছে শুধুমাত্র আমার জনপ্রিয়তা ও দলের মধ্যে প্রভাব কমানোর জন্য।একজন ব্যক্তি যিনি ২৬ বছর ধরে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয়,তিনি এখন প্রার্থী হয়েছেন—এটি রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া কিছু নয়।তবে আমি আমার চাচার ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক,এমন কিছু কখনোই বলবো না।
সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং ইতিমধ্যে থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।কিছু ফেইক আইডি বন্ধ করে দেওয়া হলেও নতুন আইডি খুলে পুনরায় অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
এসময় উপস্থিত ছিলেন—সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ,সহ-সভাপতি অধ্যাপক আব্দুল আওয়াল, যুগ্ম-সম্পাদক গোলাম রব্বানী লেকু, সাংগঠনিক সম্পাদক লাবিব হোসেন তালুকদার, দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম শ্যামল সহ জেলা ও উপজেলা পর্যায়ের সকল কর্মরত সাংবাদিকবৃন্দ।
সংবাদ সম্মেলনের শেষে জামালপুর জেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান মিথ্যা অপপ্রচার বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেন এবং দলের নেতাকর্মীদের শান্ত থেকে সাংগঠনিক ঐক্য বজায় রাখার আহ্বান জানান।