1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন

শেষ কর্ম দিবসে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোড়ার গাড়িতে চড়ে বিদায়

  • প্রকাশ কাল বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৮ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক : আজ ২৯ অক্টোবর বুধবার | বয়সের চাকা ঘুরতে ঘুরতে শেষ হলো জীবনের ৫৯ টি বছর | সেই সাথে চাকরি জীবনের ৩৫ বছরও | দেখতে দেখতে সোনার যৌবন পেরিয়ে বার্ধক্য নেমে আসলো কর্মজীবনেও | শেষ হলো কর্মোজ্বল সোনালী দিনগুলো | সরকারি নিয়মের বেড়াজালে পড়ে ছাড়তে হল রাজার সিংহাসন | যেখানে পেছন ফেরার সুযোগ নেই | মানুষ গড়ার কারিগর হিসেবে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট অবদান রেখে গেছেন তিনি | বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ঘোড়ার গাড়িতে চড়ে শেষ বিদায় জানানো হয় | উম্মে মাহবুবা | কিশোরগঞ্জ সদর উপজেলার পৌরসভার বত্রিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক | এস্কুলে ২০১৪ সাল থেকে ২৯ অক্টোবর ২০২৫ সাল পর্যন্ত একাধারে তিনি ১২ টি বছর কাটিয়েছেন | তার জ্ঞান , দক্ষতা আর দৃষ্টিভঙ্গি খাটিয়ে স্কুলটিকে সাজিয়েছেন এক স্বপ্নীল রূপে | শেষ করেছেন সুনামের সহিত তার কর্মময় দিনগুলি | কর্মের শেষ দিনটি উপলক্ষে স্কুল এলাকার অভিভাবক , কচিকাঁচা শিক্ষার্থীরা আজ তাকে ব্যতিক্রমি অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ বিদায় জানালেন | তার এ বিদায়ক্ষণে উপজেলার শিক্ষা কর্মকর্তাগণ ও উপস্থিত ছিলেন | ছিলেন একসাথে দীর্ঘদিনের পথচলা পার্শ্ববর্তী বিদ্যালয়ের বিভিন্ন সহকারী এবং প্রধান শিক্ষকবৃন্দ | স্কুলে বর্ণাঢ্য অনুষ্ঠান শেষে ঘোড়ার গাড়িতে ছড়ে বাড়ির দিকে রওনা দেন উম্মে মাহবুবা | এ সময় কান্নায় ভারী হয়ে পড়ে সমস্ত স্কুল প্রাঙ্গণ | কচিকাচা শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হলেন বড় ম্যাডাম | এ যেন এক রাজার সিংহাসন ত্যাগ করার মতোই | স্কুল থেকে পূর্ব দিকে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার দূরে কড়িয়াইল গ্রামে তার নিজ বাড়ি | সেখানে ও পরিবারের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করা হয় | আজ থেকে আর সকাল ৭ টা বাজবে না , তড়িঘড়ি করে স্কুলের উদ্দেশ্যে সকাল ৮টায় রওনা হয়ে ৯টায় স্কুলে পৌঁছাতে হবে না , কানে ও বাজবে না ছুটির ঘন্টার আওয়াজ | এভাবেই শেষ হলো মানুষ গড়ার কারিগর উম্মে মাহবুবার চাকরি জীবনের পথচলা | বিদায়ী প্রধান শিক্ষক উম্মে মাহবুবা জানান , তিনি প্রথমে বাজিতপুর উপজেলার আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সালের মার্চ মাসের ৫ তারিখ পর্যন্ত সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন | এর পরে তিনি একই সালের ৬ মার্চ বত্রিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন | মাঝখানে তিনি নগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন | অবসর জীবনে যেন সুস্থতার সহিত দিন যাপন করতে পারেন এজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন তিনি |

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST