ওয়াসিম কামাল লিবিয়া থেকে
লিবিয়া উপকূলে গতকাল মঙ্গলবার ভোরে অভিবাসীবোঝাই নৌকা ডুবে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ওই দুর্ঘটনায় বেঁচে যাওয়া ৬৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৮ জন বাংলাদেশি।
আইওএম মুখপাত্র জানান, লিবিয়ার সুরমান উপকূলে গতকাল ভোরে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জন্য আইওএম গভীরভাবে শোকাহত।
আল জাওইয়া থেকে ছেড়ে যাওয়া একটি কাঠের নৌকা যাত্রার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তীব্র ঢেউয়ের কারণে ডুবে যায়। মোট ৬৪ জনকে উদ্ধার করে নিরাপদে তীরে আনা হয়েছে এবং ১৮ জন প্রাণ হারিয়েছে।
মুখপাত্র জানান, জীবিতদের মধ্যে ২৯ জন সুদানি পুরুষ, একজন সুদানি মহিলা এবং একটি সুদানি শিশু। এ ছাড়া ১৮ জন বাংলাদেশি পুরুষ, ১২ জন পাকিস্তানি পুরুষ ও তিনজন সোমালি পুরুষ রয়েছে।
নিহতদের জাতীয়তা সম্পর্কে এই পর্যায়ে তথ্য পাওয়া যায়নি।