মোঃ জামাল উদ্দিন,, পিতা,, মো: আবু সিদ্দিক, মাতা: মোছাঃ শাফিয়া খাতুন,, জাতীয় পরিচয় পত্র নং: (জাতীয় পরিচয় পত্র ন,নং ৫৯৮৬৩৯৯৭৫৫), ঠিকানা (স্থায়ী)- নোয়াগাও,দিলালপুর, পোপোস্ট – বারপারা,নান্দাইল, ময়মনসিংহ।
নিজ বাড়ি হতে ঢাকা যাওয়ার পর আজ পর্যন্ত ও বাড়িতে ফিরিয়া আসে নাই।
খোঁজাখুজি করে না পেয়ে নান্দাইল মডেল থানায় জিডি নং-৭০৯,,তারিখ,,১৫/১০/২০২৫।
নিখোঁজের সাথে থাকা মোবাইল সীম নং-01942288538 বর্তমানে বন্ধ আছে। এই ব্যাপারে আমার বাড়ির লোকজন সহ নিকট আত্মীয় স্বজনের বাড়ি সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখোঁজি করিয়া কোন সন্ধান পাই নাই। খোঁজাখোঁজি অব্যাহত আছে। বর্ননাঃ- মোঃ জামাল উদ্দিন, বয়স অনুমান ৫০ বৎসর, উচ্চতা অনুমান ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখ মন্ডল গোলাকার, মাথার চুল লম্বা অনুমান ১ ইঞ্চি, পড়নে নীল রঙ্গের শার্ট ও চেক লুঙ্গি ছিল।
সন্ধান প্রার্থী,, মোছাঃ সালমা আক্তার (৪৮), স্বামী-মোঃ জামাল উদ্দিন, মাতা-মোছাঃ রাবিয়া খাতুন, সাং-নোয়াগাঁও, দিলালপুর, ইউপি-সিংরইল, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ।
মোবাইল নং-০১৯২৪৭৯৮৮৬৯।