নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) নবনির্বাচিত কিশোরগঞ্জ জেলা শাখার কমিটির পরিচিতি সভা ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত পরিচিত সভা ও প্রশিক্ষণ কর্মশালায় আয়োজন করে বিএমইউজে কিশোরগঞ্জ জেলা শাখা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু আ লতিফ। সভাপতিত্ব করেন বিএমইউজে’র কেন্দ্রীয় সভাপতি দৈনিক লালসবুজের দেশ পএিকার সম্পাদক – আলহাজ্ব সোহেল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিমইউজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের অতিথি শিক্ষক ও কলাম লেখক মো. আল আমিন, তাড়াইল থানা অফিসার ইনচার্জ মো: সাব্বির আহমেদ, সাপ্তাহিক শুরূক এর সম্পাদক ও কিশোরগঞ্জ সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক হাকীম মুহাম্মদ ফজলুর রহমান, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাজন আহম্মেদ পাপন, কলামিস্ট ও সাহিত্যক সাদেক আহমেদ , বিএমইউজে’র কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি খায়রুল ইসলাম ভূইয়া, কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মাহবূবুল আলম নজরুল, সহ সভাপতি আল আজহার।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিএমইউজে কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি খায়রুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শুভেচ্ছা বক্তব্য দেন বিএমইজে কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আসাউজ্জামান জুয়েল।
অনূষ্ঠান দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে সকাল ১০টা থেকে দুপুর ১.৩০টা পযর্ন্ত ২৫ জন নতুন সাংবাদিককে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠান শেষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কর্তৃক সনদ প্রদান করা হয়। সেই সাথে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সংগঠক হিসেবে পুরস্কার পান হোসেনপুর কমিটির সভাপতি এসকে শাহিন নবাব।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব বিকাল ৩টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার নব নির্বাচিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় সংগঠনের সকল সদস্যসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।