সাব্বির আহমেদ মানিক, বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বাজিতপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়া দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারে মাঠে নেমেছেন। গতকাল সোমবার দুপুর ১২টার নিজ বাসভবন থেকে দিকে তিনি একটি বিশাল মোটরশোভাযাত্রা নিয়ে বাজিতপুর উপজেলা থানার মোড় থেকে যাত্রা শুরু করেন।শোভাযাত্রাটি পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ শেষে নিকলী উপজেলার সদর, দামপাড়া, মজলিশপুরসহ বিভিন্ন ইউনিয়নের বাজার ও দোকানপাটে গিয়ে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি ব্যবসায়ী ও এলাকাবাসীর মাঝে বিএনপির ৩১ দফা দাবি তুলে ধরেন এবং এসব বিষয়ে সবাইকে অবগত ও সচেতন হওয়ার আহ্বান জানান। এহসান কুফিয়া বলেন, “তারেক রহমান বিবিসি বাংলায় সাক্ষাৎকারে প্রমাণ করেছেন— তিনি প্রতিহিংসার রাজনীতি নয়, ন্যায়বিচার ও নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখছেন। আপনারা বিএনপির এই ৩১ দফা পড়ে দেখুন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে প্রতিশ্রুতি পূরণ হয়েছে কিনা তা নিজেই মিলিয়ে নিতে পারবেন।”তিনি আরও বলেন, “গত ১৬ বছরে আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। দেশ পুনর্গঠনে তারেক রহমান ৩১ দফা দিয়েছেন— রাষ্ট্র মেরামতের দফা। তাই সবাইকে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে শক্তিশালী করার আহ্বান জানাই নিকলী নতুন বাজারে তিনি এসব কথা বলেন। এ সময় প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল তার শোভাযাত্রায় অংশ নেয়। সঙ্গে ছিলেন বাজিতপুর ও নিকলী উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, বিভিন্ন ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের কর্মীরা।