নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জ জেলা সদর উপজেলার দানাপাটলী ইউনিয়নে ভোটকেন্দ্র পরিবর্তনের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করছে এলাকাবাসী।
তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র স্থানান্তর করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ আলোর মেলা নির্বাচন কমিশনের সামনে এ মানব বন্ধন করেছে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন ডা: বোরহান উদ্দিন সোহাগ,মাওলানা আল-আমীন, শাহজাহান সানাউল্লাহ, আবু হানিফ, আবুল কালাম, আ: সাওার,১ নং ও ২ নং এর ভোট কেন্দ্র আলহাজ্ব আমীর উদ্দিন উচ্চ বিদ্যালয় হইতে পশ্চিম মাথিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থানান্তর করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
অফিস সূত্র জানান আইনী প্রক্রিয়া চলমান।