1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুরে সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি,প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন ময়মনসিংহে বাবা মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার পুলিশ আত্মহত্যায় প্ররোচনা মামলায় সহকারী শিক্ষক জেল হাজতে, তবুও বহাল তবিয়তে বিএমইউজে তাড়াইল উপজেলা শাখার কমিটির সভাপতি রতন সম্পাদক রিপন মাদারগঞ্জে সুখনগরী নদীতে অবৈধ বালু উত্তোলন — আজাদ মিয়ার সিন্ডিকেটের দৌরাত্ম্যে -হুমকিতে ফসলি জমি  কিশোরগঞ্জ-৬ আসনে এবার শক্তিশালী প্রার্থী বিএনপি’র কেন্দ্রীয় নেতা মো. শরীফুল আলম চুনারুঘাটে শিকারীদের হাত থেকে ৩৫টি ঝুঁটি শালিক উদ্ধার হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানী পন্য এবং যানবাহন জব্দ কিশোরগঞ্জে ❝মাদক মুক্ত প্রজন্মই দেশের প্রকৃত ভবিষ্যৎ❞ শীর্ষক সেমিনার
শিরোনাম
লক্ষ্মীপুরে সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি,প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন হোসেনপুরে এমপি পদ প্রার্থী মাজাহারারে নির্বাচনী সমাবেশ ময়মনসিংহে বাবা মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার পুলিশ আত্মহত্যায় প্ররোচনা মামলায় সহকারী শিক্ষক জেল হাজতে, তবুও বহাল তবিয়তে বিএমইউজে তাড়াইল উপজেলা শাখার কমিটির সভাপতি রতন সম্পাদক রিপন মাদারগঞ্জে সুখনগরী নদীতে অবৈধ বালু উত্তোলন — আজাদ মিয়ার সিন্ডিকেটের দৌরাত্ম্যে -হুমকিতে ফসলি জমি  কিশোরগঞ্জ-৬ আসনে এবার শক্তিশালী প্রার্থী বিএনপি’র কেন্দ্রীয় নেতা মো. শরীফুল আলম চুনারুঘাটে শিকারীদের হাত থেকে ৩৫টি ঝুঁটি শালিক উদ্ধার হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানী পন্য এবং যানবাহন জব্দ

রাজশাহীতে শহীদ জিয়া শিশু পার্ক নাম হওয়ায় উন্নয়ন হয়নি বিগত ১৫ বছর

  • প্রকাশ কাল সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩৪৬ বার পড়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান

রাজশাহীর নওদাপাড়ার বড় বনগ্রাম এলাকায় অবস্থিত শহীদ জিয়া শিশু পার্ক। চারদেয়ালে ঘেরা একটি বিনোদনকেন্দ্র, যার ভেতরে হরেক রকম রাইডের সমাহার। ছুটির দিনগুলোতে নগরবাসী সেখানে ঘুড়তে যান। জীবিত কোনো পশু না থাকলেও পশু সদৃশ সিমেন্টের তৈরি পশুপাখি ও বাহারি রকমের বাচ্চাদের মনোরন্জনের খেলনা বা রাইডের সমারোহ নিয়ে ২০০৬ সালে ১২.২১ একর বা ৪.৯৪ হেক্টর জমিতে নির্মিত হয়েছিল এই পার্কটি।। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত শহরের প্রধান বিনোদন কেন্দ্রের একটি জিয়া পার্ক। ১৯ টি রাইডস্ আইটেম ও ৭০ টি প্লে গেমস্ নিয়ে যাত্রা শুরু করেছিল। জানা যায়, বর্তমানে অধিকাংশ রাইড্স ই অকেজো।

অবহেলিত হয়ে পড়ে আছে রাজশাহীর অন্যতম প্রধান আকর্ষণ শহীদ জিয়া শিশুপার্ক । কবে উন্নয়ন হবে, কবে সংস্কার হবে কিংবা অন্য রাইডগুলোর কী পরিণতি হবে, সে তথ্য নেই কর্তৃপক্ষের কাছে।

ইট-কাঠ আর কংক্রিটের নগরী রাজশাহীতে বেঁচে থাকার জন্য যতটুকু সবুজের প্রয়োজন, তা থাকলেও বেঁচে থাকার প্রয়োজনে কিছুটা সময় বিনোদনের খোরাক মেটানো পার্কগুলোও যেনো বিলীন হওয়ার পথে।

শিশু তো বটেই, নানান বয়সি মানুষের কোলাহলে মুখর থাকা এক সময়ের প্রাণবন্ত শিশু পার্কটিতে এখন প্রায় সময়ই থাকে সুনসান নীরবতা। কারণ প্রায় ১৫ বছর ধরে অবহেলিত এই পার্কটি।

এদিকে ইজারাগ্রহিতা ইন্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল বলেন,কেবল জিয়া নাম থাকার কারণে এই পার্কে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। দীর্ঘ ১৫ বছর নগরীর এই প্রধান বিনোদন কেন্দ্রটি অবহেলিত থেকে গেছে। রাজনৈতিক কারনে প্রধান বিনোদন কেন্দ্রটি বর্তমানে মৃতপ্রায়। অবিলম্বে এই পার্কটির সংস্কার করা না হলে যতটুকু দর্শনার্থী আসছে আগামীতে তারাও আর আসবেননা। তিনি আরও বলেন, বিনোদন কেন্দ্রগুলো ও রাজনৈতিক রোশানলে পড়ে ধ্বংসপ্রায়।

আবার স্থানীয় বাসিন্দা মো:আবদুল্লাহ (৪০) জানান, আগে এই পার্কের অনেক চল ছিল, ব্যাপক ভীড় হতো। এখন সব নষ্ট হওয়ায় আর সেরকম ভীড় হয়না। বিএনপির জিয়ার নাম হওয়ায় কোনো কাজ হয়নি এখানে।

অপরদিকে এখানে ঘুড়তে আসা দর্শনার্থী লাবনী আকতার (২৫)তিনি বলেন, এখনো নিজেদের ছুটির দিনগুলোতে সময় পেলে ঘুড়তে আসিএ পার্কে। তবে অধিকাংশ রাইডস্ গুলোই নষ্ট , এগুলো দ্রুত ঠিক না হলে হইতো আর আসা হবেনা।

এবিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, জিয়া পার্কে অতীতে কিছু কিছু কাজ হয়েছে। যেহেতু এখনো সেখানে জনগণ ঘুড়তে যান সেহেতু আগামীতে আরও কিছু কাজ হওয়া প্রয়োজন এই পার্কে বলে জানান তিনি

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST