মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বন্গ্রাম ইউনিয়নের নাগেরগ্রাম পূর্ব পাড়ার মোছাঃ সুমাইয়া আক্তার ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে তাঁর মেধা ও কঠোর পরিশ্রমে কোন প্রকার সুপারিশ ও ঘুষ ছাড়াই বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নাগেরগ্রাম সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠণ।
জানাযায়, মোছাঃ সুমাইয়া আক্তার উপজেলাল বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রাম সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের অন্যতম সদস্য মোঃ মতিউর রহমানের বড় কন্যা। তিনি বর্তমানে সিলেট মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারে কর্মরত আছেন। মোছাঃ সুমাইয়া আক্তার শিক্ষা জীবনে নাগেরগ্রাম জয় বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ৫ম শ্রেণী, নাগেরগ্রাম মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ হতে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করেন। কিশোরগঞ্জ পুলিশ লাইনে মেয়েদের মেধা তালিকায় ৯ম স্থান অর্জন করে বাংলাদেশ পুলিশে চাকরিতে যোগদান করেন।
নাগেরগ্রাম সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সভাপতি সাব্বির রহমান মিঠু এবং সাধারণ সম্পাদক মোঃ বকুল ইসলাম বলেন, আমাদের সংগঠনের সদস্য, নাগেরগ্রাম পূর্ব পাড়ার মোঃ মতিউর রহমানের বড় কন্যা মোছাঃ সুমাইয়া আক্তার তাঁর মেধা ও কঠোর পরিশ্রমে কোন প্রকার সুপারিশ বা ঘুষ ছাড়াই বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি হওয়ায় আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। তাঁর কঠোর পরিশ্রম, আত্মপ্রত্যয় এবং মেধার ভিত্তিতে ২০২৪ পরবর্তী নতুন বাংলাদেশে শুধুমাত্র তাঁর যোগ্যতার জোরে বাংলাদেশ পুলিশে চাকরি লাভ করেছেন। এটা শুধু তার পরিবার নয় বরং পুরো নাগেরগ্রামবাসীর জন্য এক গর্বের বিষয়। তার পরিবার, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকাসহ সকলের অনুপ্রেরণা ও দোয়াই তাঁর জীবনে এই সাফল্য। আমরা নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠনের পক্ষে থেকে তার এই কৃতিত্বের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং তাঁর উজ্জল ভবিষ্যৎ ও সফলতার কামনা করি। সুমাইয়া এই অর্জন আমাদের নতুন প্রজন্মের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা। আল্লাহ তোমার মঙ্গল করুন, কর্মক্ষেত্রে সঠিক দায়িত্ব পালনে শক্তি দিন এই কামনায় করি।