আতাউর রহমান বাচ্চু:
নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা নান্দাইল উপজেলার ৭নং মুসুল্লি ইউনিয়নের মুসলিম তৌহিদী জনতা ১২ এপ্রিল শনিবার ৭নং মুসুল্লি ইউনিয়নের তারঘাট বাজার ঈদ গা মাঠে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সঞ্চালনা করেন মাজহারুল ইসলাম রাজন ভূঁইয়া। বক্তব্য রাখেন –
জামায়তে ইসলামীর নেতা মাও: মোহাম্মদ আলী,মাও: জামাল উদ্দীন,ইউনিয়ন জামাতের সেক্রেটারি হোমায়ুন কবীর, মাওলানা আবুল হাসেম,কৃষকদল নেতা মোকসোদ আলী ভূইয়া,মাও: জাহাঙ্গীর আলম,মাও:খলিলুর রহমান, বিএনপির নেতা শফিকুর রহমান,সোনাকান্দা দরবার শরীফের খলিফা হারুন অর রশিদ,বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসেম,সেচ্ছাসেবক দল নেতা ফরিদ আহম্মেদ কাদির,যুবদল নেতা আসাদুজ্জামান, বিএনপির নেতা সিফাতুল্লাহ সিফাত,সমাবেশে বক্তব্য রাখেন মাও: সোলাইমান,মাও: কাউসার আহম্মেদ, লুৎফর রহমান, মাও: মামুনুল হক সহ প্রমুখ।
এসময় উক্ত বিক্ষোভ মিছিলে সর্বস্থরের মুসলিম তৌহিদী জনতা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে মুসলিম তৌহিদী জনতা কিশোরগঞ্জ ময়মনসিংহ মহাসড়কে এক বিশাল বিক্ষোভ মিছিল সহকারে ইসরাইলের পণ্য বর্জন ও ইহুদিদের আগ্রাসন গাজায় মুসলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে শ্লোগান দেন।