সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে মোবাইল কোর্টের মাধ্যমে মোটর সাইকেল চালক ও ফুটপাট ব্যবসায়ীদের ৩৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করেন।
জানা গেছে, এদিন বিকেলে হোসেনপুর পৌরসভা বাজার, হাসপাতাল মোড় ও হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এ্যান্ড কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে যানজট নিরসনে সড়ক পরিবহন আইন ২০১৮ এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় সর্বমোট ০৯ টি মামলায় বাইকার ও ব্যবসায়ীদের ৩৫০০ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার তথ্যটি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান জানান,প্রশাসনের উদ্যোগে অভিযান অব্যাহত থাকবে।