মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাস-পিকাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রান্ত চন্দ্র বর্মন(২০) নামে এক যুবক নিহত হয়েছে৷
রবিবার ৬ এপ্রিল ভোররাতে উপজেলার কটিয়াদী-মঠখোলা মহাসড়কে মক্কা ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটছে৷ নিহত পান্ত চন্দ্র বর্মণ নারায়নগঞ্জ জেলা সদরের আনন্দ বাজার দামদরদি গ্রামের সুজন চন্দ্র বর্মণের ছেলে৷
জানা যায়, ভোররাতে একটি পিক-আপ ভ্যান মঠখোলা হইতে কটিয়াদী যাওয়ার পথে ভোররাতে বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী বাস কটিয়াদী হইতে ঢাকা যাওয়ার সময় কটিয়াদী-মঠখোলা মহাসড়কের মক্কা ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের হেল্পার প্রান্ত চন্দ্র বর্মনের মৃত্যু হয়৷ পরে লাশ উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়৷ নিহতের পারিবারের লোকজন খবর পেয়ে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে এসে নিহতের লাশ সনাক্ত করেন।
নিহতের ফুফু পপি রাণী বর্মন বলেন, প্রতিদিনের মতো রাতে নিহত পান্ত চন্দ্র বর্মণ পিক-আপের চালক সানির সাথে কাজে বের হয়ে যায়। সকালে সড়ক দূর্ঘটনার খবর পেয়ে আমরা এসে দেখি পিক-আপ দুমড়ে মুচড়ে গেছে৷ সাথে থাকা চালক সানিকে পাওয়া যায়নি এবং তার মুঠোফোনও বন্ধ৷ স্থানীয়রা জানিয়েছে পিক-আপের সাথে বাসের সংঘর্ষ হয়েছে।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কটিয়াদী-মঠখোলা মহাসড়কের মক্কা ফিলিং স্টেশন সংলগ্নস্থানি একটি যাত্রীবাহী বাস ও পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের হেলপার নিহত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।