নিজস্ব সংবাদদাতা:
কিশোরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) যহুরের নামাজবাদ কিশোরগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে শহরের শহীদী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে গুরুত্বপূর্ণ মেইন সড়ক প্রদক্ষিণ করে গৌরাঙ্গবাজারমোড়, কালীবাড়ীমোড় ও আখড়াবাজার মোড় হয়ে রথখলা দিয়ে বড় বাজার মোড়ে গিয়ে বিক্ষোভ মিছিলটি সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, জেলা সেক্রটারি মাওলানা নাজমুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যক্ষ তৈয়বুজ্জামান, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, ঢাকা মহানগর উত্তর জামায়াতের মজলিসে শুরা সদস্য এ্যাড রোকন রেজা শেখ, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক আজুলুল হক, শহর জামায়াতে আমির মাওলানা আ.ম.ম. আব্দুল হক, সদর উপজেলা জামায়াতের আমির কারী নজরুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাসান আল মামুনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, আমাদের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ১৩ বছরেরও অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে ন্যূনতম চিকিৎসা সেবাটুকুও দেওয়া হয়নি। ৫ আগস্টের পর অনেক মামলায় অনেকেই জেল থেকে মুক্তি পেয়েছে। কিন্তু এটিএম আজহারুল ইসলাম কেনো এখনও মুক্তি পায়নি।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করতে চাই, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পরে যে সরকার গঠিত হয়েছে এই সরকারের আমলে কোন বৈষম্য থাকবে না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বৈষম্যতো রয়েই গেছে। মিথ্যা মামলায় ফাঁসির আসামিকে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামকে কেন এখনও মুক্তি দেওয়া হয় নাই। এই সরকারের আমলে রাজনৈতিক কোন কর্মসূচি দিতে হবে এটা আমরা ভাবতে পারি নাই। জামায়াত ইসলাম বাধ্য হয়ে আজকে সারা বাংলাদেশে এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তি দিতে দাবি জানান।।