মোঃরমজান আলী জুয়েল, -বেলাব (নরসিংদী) প্রতিনিধি ঃ-
নরসিংদীর বেলাবো উপজেলার মাধ্যমিক
শিক্ষা অফিসার শেখ মতিউর রহমান এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।মঙ্গলবার(০৭জানুয়ারী)দুপুর বারোটার উপজেলা সভা কক্ষে উপজেলা শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বেলাব উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব পাইলট মর্ডান সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক বাবু প্রবীর কুমার ঘোষ। এ সময় আরও উপস্থিত ছিলেন বেলাব থানা ওসি তদন্ত মোঃ নাসির উদ্দিন,বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল,ধুকুন্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামানসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান,শিক্ষক সমিতির সদস্য
সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য যে,২০১৯ সালের ২৫ নভেম্বর তিনি বেলাবো উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগ যোগদান করেন।
যোগদানের পর হতে সুনামের সাথে দীর্ঘ ৫ বছর অতিবাহিত করেন।অনুষ্ঠান শেষে তাকে ফুলেল শুভেচ্ছাও ক্রেস্ট দিয়ে সম্মাননা করা হয়।