খোরশেদ আলম ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে আগারতলায় সহকারী হাইকমিশন ভাঙচুর, অগ্নিসংযোগসহ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও ধর্ম-রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে ঐক্যের বন্ধনে আবদ্ধ হতে প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকালে ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ইমাম উলামা পরিষদ, বিভিন্ন স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশে অংশগ্রহণ করে। এ সময় বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র হাজী মো. শাহিন প্রমূখ। এর আগে দুপুর থেকে বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় অবস্থান নেয়।