ওয়াসিম উদ্দিন সোহাগ (স্টাফ রিপোর্টার)
কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা কলেজের প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বভার পেলেন উক্ত কলেজের জনপ্রিয় অধ্যাপক রফিকুল ইসলাম। কলেজ সরকারি হওয়ার পর থেকে যারা এ পদে দায়িত্ব পেয়েছেন রফিকুল ইসলাম তাদের মধ্যে চতুর্থতম। পদোন্নতির প্রক্রিয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই তাকে এপদে দায়িত্ব প্রদান করা হয়। ২৭ নভেম্বর ২০২৪ বুধবার বেলা ১১ ঘটিকার সময় উক্ত কলেজ প্রাঙ্গনে ছাত্রছাত্রী, শিক্ষক, সাংবাদিক ও সুধী সমাজের উপস্থিতিতে এই দায়িত্বভার অনুষ্ঠান সম্পন্ন করা হয়। জনাকীর্ণ রফিকুল ইসলাম-এর প্রিন্সিপাল পদে দায়িত্ব নেয়ার আনুষ্ঠানিকতার শুরুতেই উপস্থিত সকলেই তাকে ফুলের পাপঁড়ি ছিটিয়ে একটি শোভাযাত্রা করে। শোভাযাত্রা শেষে কলেজের স্কাউট টিম এই মান্যবর শিক্ষককে যথাযথ নিয়মে সম্মান প্রদর্শন করে। পরে রফিকুল ইসলাম তার বক্তব্যেয় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানেের দ্বিতীয় পর্যায়ে কলেজের প্রিন্সিপাল কক্ষে বিভিন্ন ফুলের তোড়া দিয়ে পর্যায়ক্রমে ছাত্র,শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে বরণ করে নেয়।
সদ্য দায়িত্ব প্রাপ্ত তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা কলেজের প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সফলতার সাথে এই দায়িত্ব পালনের জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।