মোঃ তহিরুল ইসলাম ভ্রাম্যমান প্রতিনিধি।
বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রনালয় থেকে পলিথিনের উপর নিষেধাজ্ঞা দিলেও চুয়াডাঙ্গার হাট বজারে পলিথিনের ব্যবহার চলছে।এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী দীর্ঘ্যদিন ধরে পলিথিন ঢাকা থেকে আমদানি করে চুয়াডাঙ্গার বাজারে ক্রেতাদের কাছে বিক্রি করে আসছে।সরকার নভেম্বরে প্রথম থেকে পলিথিন বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করতে চলেছে মর্মে আগাম ঘোষনা দেয়ার পরও কোন কানমুখ নাড়েনি পলিথিন ব্যবসায়ীরা।তাই, যত্রতত্র ব্যবহারে কোন কমতি নেই।
মুদি দোকানদার লিয়াকত জানায়,পলিথিনের বিকল্প নেটব্যাগ ব্যবহারই ভালো।তবে,পলিথিন পাওয়া যাচ্ছে,তাই ব্যবহার চলছে।
সরকারের উচিত,পলিথিনের উৎপাদন কারখানাগুলোকে বিশেষ নজরে রাখা।