মোঃ তহিরুল ইসলাম চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন নেহালপুর ইউনিয়ন পরিষদে টি সি বি পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে। এ পণ্য বিক্রিতে কার্ড ধারিদের অনেকে না পেয়ে বেজায় ক্ষুব্ধ।
প্রাপ্ত তথ্যে প্রকাশ,বিগত সরকারের আমলে করা টিসিবি কার্ড প্রণয়নে সাবেক চেয়ারম্যান আলি হোসেন জোয়ার্দ্দার গ্রাম ভিত্তিক বরাদ্দে অনিয়ম করেছিলেন। এ খেসারত দিতে হচ্ছে ইউনিয়নের কয়েকটি গ্রামের ভূক্তভোগী হত দরিদ্রদের।
স্বচ্ছল পরিবার টিসিবি কার্ডে পণ্য পেয়ে আসছেন দীর্ঘ্যদিন ধরে।
এদিকে,গত ৩১ অক্টোবর বেগমপুর ও নেহালপুর ইউনিয়নে সাড়ে ১২শ এর অধিক কার্ডধারীদের টিসিবি পণ্য দেয়া হয়। কিন্তু, পুরাতন ও নতুন কার্ড মোতাবেক পণ্য দেয়ার কথা না থাকলেও কমবেশি দেয়া হয়েছে। স্হানীয় রাজনৈতিক নেতাদের হাতে হাতে কার্ড থাকায় অনিয়ম হয়েছে বলে ভূক্তভোগীরা অভিযোগ করেছে। এ নিয়ে এক পর্যায়ে দুপুরের দিকে পুরাতন কার্ড ধারীদের সাথে বিএনপি নেতাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এ ঘটনায় টিসিবি পণ্য বিক্রি বন্ধ করে দেন নেহালপুর ইউনিয়নের পরিষদের প্রশাসক।
পরবর্তীতে উম্মুক্ত পণ্য বিক্রি শুরু করে বিক্রি কাজ রাত ৮ টা পর্যন্ত শেষ করে দেন।
সামনের দিনগুলোতে শান্তিপূর্ণ সুরাহা চেয়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।