1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম

সমাজ ধারা মাসিক পত্রিকার প্রাক্ আগমনী উৎসব ও বই প্রকাশ অনুষ্ঠান জীবনানন্দ সভাঘরে

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১২৫ বার পড়েছে

কলকাতা প্রতিনিধি-আসাদ আলী-কালের নতুন সংবাদঃ গত ৭ ই অক্টোবর ২০২৪ তারিখ সন্ধ্যায় জীবনানন্দ সভাঘরে অনুষ্ঠিত হলো সমাজ ধারার মাসিক পত্রিকার প্রাক আগমনী উৎসব ও বই প্রকাশ অনুষ্ঠান।

                  শ্রীমতি জয়তি বসু রায়ের উদ্বোধনী সংগীত দিয়ে সভার সূচনা। প্রকাশ হয় সু লেখিকা ও বাচিক শিল্পী সুজাতা ঘোষের ৬০০ পাতার বই “তিন্নির কথকতা”। উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমী পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক তপন বন্দোপাধ্যায়, কবি ও ঔপন্যাসিক সিদ্ধার্থ সিংহ, কবিতা উৎসবের প্রাণপুরুষ এবং কালচারাল এন্ড লিটারারি ফোরাম এর সম্মানীয় প্রেসিডেন্ট জিতেন্দ্র তিওয়ারি মহাশয়, মানসী রায় চট্টোপাধ্যায়, কৌশিক গাঙ্গুলী, মুশারত শরীফ, সৌরভ ঘোষাল, গোপা চক্রবর্তী ও মিলন কুমার ভৌমিক প্রমুখ। 

                  কবিতা পাঠে- চিত্রা বসু, শ্রাবণী সাহা, অরুনিমা ভট্টাচার্য, শ্রাবণী ভুঁইয়া, রোহিতাশ্ব ভট্টাচার্য, সুদীপা ভট্টাচার্য, সুখময় দাস, বিহু কর্মকার, মৃদুলা গড়াং প্রমূখ। শ্রুতি নাটকে- সুনিপা শীল, মিন্টু কর্মকার, ধীমান ভট্টাচার্য, শ্রেয়সী মুখোপাধ্যায়, মানসী রায় চট্টোপাধ্যায়, সুভাশীষ রায়, গোপাল চক্রবর্তী, জয়িতা সরকার প্রমূখ। শিশু শিল্পী ছিলেন- আয়ুষ মজুমদার, চিরন্তর চৌধুরী, হৃদিতা অধিকারী, সুভাঙ্গী বণিক, শ্বইপত্রী মালাকার, অহন চক্রবর্তী, সৌরিক মজুমদার, তিতির বিশ্বাস, দ্বীপান্নিতা মজুমদার। 

                সঞ্চালনা রিতা কর্মকার ও সার্বিক পরিচালনা সোমনাথ ঘোষ ও সুজাতা ঘোষ। 

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST