হুমায়ুন রশিদ জুয়েল :
“শিক্ষিত মা সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে একটি স্কুল”
“আমাদের সন্তান আমাদের স্বপ্ন “
এই প্রতিপাদ্যকে ধারণ করে
কিশোরগঞ্জ তাড়াইলে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মঙ্গলবার (৮ অক্টোবর ) দুপুর ২: ০০ টায় কৌলি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক খান এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ শোয়েব আহমেদ এর পরিকল্পনা ও পরিচালনায় মা সমাবেশ অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজিব আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা সহকারী অফিসার জুয়েল আশরাফ। এছাড়াও অংশগ্রহণ করেন, কৌলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুরুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুরঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়,উক্ত প্রতিষ্ঠানের শিক্ষকগণসহ মা অভিভাবক বৃন্দ। প্রধান অতিথি বক্তব্য বলেন, প্রতিটি মা হচ্ছে প্রতিটি বিদ্যালয়, শিক্ষাক্ষেত্রে মা সচেতন হলেই সন্তান সুশিক্ষায় সুশিক্ষিত হতে পারে। উপজেলা শিক্ষক অফিসার এনামুল হক খান দার্শনিক ন্যাপোলিয়নের দুটি চরণ উল্লেখ করে বলেন, তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব,তিনি আরও বলেন, প্রতিটি মাকে সন্তানের প্রতি যত্নশীল হতে হবে কারণ হচ্ছে পুরুষেরা বিভিন্ন কারণে বেশিরভাগ সময় বাহিরে থাকেন আর মা সব সময়ই শিশুর পাশে থাকেন, সেই ক্ষেত্রে মায়ের ভূমিকা অনেকাংশে।পরিশেষে বক্তব্য ও বিশেষ আলোচনার মধ্য দিয়ে, সুশৃংখল পরিবেশে শান্তিপ্রিয় ভাবে মা সমাবেশ অনুষ্ঠানটি পরিসমাপ্তি ঘটে।