মোহাম্মদ মাসুদ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই হলে মিলল বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসস্ত্র। নিরাপদ শিক্ষাবন্ধ রাজনীতি মুক্ত পরিবেশ বিনির্মানে সন্ত্রাসী কর্মকাণ্ড অপক্ষমতা মুক্ত সৃজনশীল ছাত্র সমাজ গঠনের লক্ষ্যে শহিদ আব্দুর রব হল ও শাহজালাল হলে তল্লাশি চালিয়ে দেশি অস্ত্র উদ্ধার করেছেন প্রক্টরিয়াল বডি ও উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. কামাল উদ্দিন।
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রায় ৩ ঘণ্টা অভিযানে বিশ্ববিদ্যালয় হতে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে রামদা ১৭টি, লাঠি, স্ট্যাম্প, রড, লোহার পাইপ আর শাহজালাল হল থেকে রামদা ১৩টি, রড ৯টি, চাকু ৩টা, হেলমেট ৫টা, লাঠি ৪টা। এছাড়া মদের বোতল ১৯টা উদ্ধার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কক্ষ থেকে উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার তিনি আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ তিনি আরো বলেন, আমরা অভিযান চালিয়ে রামদা, পাইপ, রডসহ আরোকিছু দেশীয় অস্ত্র পেয়েছি। বিশ্ববিদ্যালয়ে শান্তি শৃঙ্খলা রক্ষা শিক্ষা বান্ধব পরিবেশ রক্ষায় রাজনীতি ও সন্ত্রাসমুক্ত দলীয় মুক্ত শিক্ষা অঙ্গনের সাথে আমাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।