অধ্যক্ষ ড. গোলসান আরা বেগম
মাথায় ঘুন ঘুন করে পোকা
জানতে চায় — চারপাশে হচ্ছেটা কি?
কপালে রেখে হাত ঘুমিয়ে পড়ি
জেগে ওঠে আবারও
একই দৃশ্য দেখি।
মানুষ কি করে পারে
এতো নিষ্ঠুর হতে
বিবেক বুদ্ধির জাহাজ হওয়া সত্ত্বেও
অন্ধকারে পা বাড়াতে।
রক্তে রাঙা পিচঢালা গথে হাঁটে
গলাটিপে ধরে লক লকে দীপ শিখার
ক্ষুধার বিদ্রোহে ঢালে বিষঁ
ক্ষত বিক্ষত করে ভালোবাসার দুনিয়ার।
কি ভয়াবহ নিষ্ঠুর আততায়ীর হাত
নিঃশ্বান নেয়ার বাতিঘরও বিষাক্ত
শ্লীলতা হানির ভয়ে থাকি গৃহবন্দি
হয়তো-বা বধির পৃথিবীও বিরক্ত।
একই দিনে পৃথিবীর একপ্রান্তে
চলে খুশীর হোলি খেলা
অন্যপ্রান্তে বাজে যুদ্ধের সানাই
এভাবেই প্রতিদানের সূর্ষ হারিয়ে ফুরায় বেলা।