মোস্তফা শাওন
কিশোরগঞ্জ সদর উপজেলা ৮নং মারিয়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান হলুদ (৬৩)ইন্তেকাল করেছেন।
রবিবার (২৫ আগস্ট)সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার ও একাধিক সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন তার চিকিৎসার জন্য বেঙ্গালু একটি হাসপাতালে প্রায় দীর্ঘদিন চিকিৎসা নেবার পর বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে এসে তিনি হজ্জ করতে গিয়েছিলেন,বেশ কিছু দিন বাড়িতে ভালো থাকার পর শরীলের অবনতি হলে আবার তাকে ঢাকা ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। ইবনে সিনা হাসপাতালে ৭ দিন চিকিৎসা নিবার পর রবিবার সন্ধ্যা তিনি ইন্তেকাল করেন।
২৬ শে আগস্ট সোমবার জোহরবাদ তার নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।