স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় বর্ষার পানিতে তলিয়ে গেছে মাকমোদ আলী নামে ৪ বছরের এক শিশু। সে উপজেলার আটগাঁও ইউনিয়নের মামুদনগর গ্রামের আব্দুল আলীর ছেলে।
এলাকাবাসীরসূত্রে জানা যায়, রবিবার বেলা আনুমানিক ২ টার দিকে শিশু মাকমোদকে হঠাৎ করে পাওয়া যাচ্ছে না বাড়ির লোকজন সহ গ্রামবাসী খোঁজতে থাকেন। এমতাবস্থায় পাশের বাড়ির কয়েকজন লোক উত্তরপাশের বর্ষার পানিতে গোসল করতে যায়। হঠাৎ একজনের পায়ে মানুষের মতো কি জানি লেগে গেলে পানির নিচ থেকে উটানোর পর দেখতে পান শিশু মাকমোদ। এসময় তাদের চিৎকারে তার পিতা মাতা সহ গ্রামের লোকজন ছুটে এসে শিশু মাকমোদ কে দ্রুত নৌকা যোগে শাল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমন আহমেদ শিশু মাকমোদ কে মৃত্যু বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন একই গ্রামের শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট অবনী মোহন দাস।