ডেস্ক রিপোর্ট :
কিশোরগঞ্জে ধর্ষণ মামলার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১২জুলাই)-২০২৪ খ্রীঃ দুপুর অনুমান ২•৩০ ঘটিকার সময় পাকুন্দিয়া থানার এসআই(নিঃ) শাহিন, এস আই(নিঃ) রাকিবউজ্জামন ও এসআই (নিঃ) সাইফুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ কনস্টেবলের সহায়তায় আসামীর নিজ বাড়ী হতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ইমন মিয়া।
কিশোরগঞ্জ জেলা পুলিশ মিডিয়া সেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীর বিরুদ্ধে ২০১৭ সনে ধর্ষণের অভিযোগে হোসেনপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। হোসেনপুর থানার মামলা নং১২(৯)২০১৭ ও কোর্ট জি আর নং ৪০৯(২)২০১৭
কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ১ এর বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধননী ২০০৩)এর ৭/৯(১) ধারার বিচার কার্যক্রম শেষে গত ৩১/৩/২০২৪ খ্রীঃ আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড আদেশ দেন।
আদেশ মোতাবেক এবং আসামীর বিরুদ্ধে W/A থাকায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করিলে, আদালত C/W মূলে কিশোরগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করেন।