মকবুল হোসেন ময়মনসিংহ
ময়মনসিংহ কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ জুলাই শনিবার সকালে কোটা বাতিলের দাবিতে ময়মনসিংহ টাউন হল মোড় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত ।
ময়মনসিংহ টাউন হল মোড় চত্বরে কোটা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজের শিক্ষার্থী গন এ মানববন্ধনে অংশগ্রহণ করে। এ সময় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগণ বক্তব্য রাখেন। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থী গন বিভিন্ন স্লোগান স্লোগানে বলেন নারী যেখানে অগ্রসর কোটা সেখানে হাস্যকর। কোটা পাতা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক।কোটা হটাও মেধাবী বাঁচাও। মেধা ভিত্তিক নিয়োগ চাই,বর্ণপ্রথা বাতিল চাই। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীগণ সরকারের কাছে কোটা বাতিলের জোর দাবি জানান।অন্যথা তারা রাজপথে যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনের ঘোষণা দেন।