নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জ সবুজ পল্লব ফাউন্ডেশন এর বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ই জুন ২০২৪ ইং কিশোরগঞ্জ জেলা সদর উপজেলার মহানন্দ ইউনিয়নে সবুজ পল্লব ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিনন্দ ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মো: মনসুর আলী ভাই। রমজান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বৃক্ষরোপণ এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। এর আগে সবুজ পল্লব ফাউন্ডেশন এর সদস্যদের হতে মহিনন্দ ইউনিয়ন এর গালিমগাজী এলাকায় ৩৪৫ টি বৃক্ষরোপণ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে সবুজ পল্লব ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব এন নাহার জানান, আমরা চলতি বর্ষা মৌসুমে অন্তত ৩০০০ বৃক্ষরোপণ এর পরিকল্পনা হাতে নিয়েছে। এরই প্রাথমিক পদক্ষেপ হিসেবে আজ ৩৪৫ টি বৃক্ষরোপণ করা হয়েছে এবং এ ধরনের ক্যাম্পেইন অব্যাহত থাকবে বলে তিনি জানান। অনুষ্ঠানে বক্তব্য প্রধান করেন কবি ও সাংবাদিক আসাদুজ্জামান আাসাদ , শিক্ষক মো: আজিজুল ইসলাম, তামিম ইকবাল, সারোয়ার আলম, আশিকুর রহমান সহ আরও অনেকে।