অধ্যক্ষ ড.গোলসান আরা বেগম
দেখে সৎ সততার কাঁপাকাঁপি
মানবতার অবক্ষয়
ধস নেমেছে অনুভূতির সর্বত্র
এ কেমন সময়।
খোঁজি সত্য বাবু কে
পথ আগলে দাঁড়ায়
দা, কুড়াল, বল্লম
এ কেমন সময়ের অবক্ষয়।
দেখে সত্যের অধঃপতন,ছন্দপতন
মনে হয় পৃখিবীটা নিমর্ম নির্দয়
তেড়ে আসে, গর্জে ওঠে দানবতা
বলো তো, এ কেমন সময়।
সততার চোখে অস্তির ঘৃণা
নিজেকেই বলে ধিক, পরাজয়
ব্যর্থতাকে কোলে তুলে বলে
এ কেমন সময়।