1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ অপরাহ্ন

বিকেএসপি পরিচালিত ক্রীড়া প্রতিভা অন্বেষন প্রকল্পের প্রাথমিক বাছাই সম্পন্ন

  • প্রকাশ কাল শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৮৮ বার পড়েছে

ডেস্ক রিপোর্ট :

বিকেএসপি কর্তৃক বাস্তবায়নযোগ্য তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম ২০২৪ এর প্রাথমিক বাছাই আজ শেষ হয়েছে। অনলাইন ভিত্তিক নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে অনূর্ধব-১৩ বছর বয়সী ছেলে-মেয়েদের আবেদনের প্রেক্ষিতে গত ১৭ এপ্রিল ২০২৪ ইং থেকে ০৫ মে ২০২৪ ইং পর্যন্ত ৬৪ জেলায় ২১ টি ক্রীড়া বিভাগে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আজ ঢাকা জেলার প্রাথমিক বাছাই পরীক্ষা ঢাকা বিকেএসপিতে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৭১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার সৈয়দ মো: মোতাহের হোসেন, এনডিসি, পিএসসি বাছাই কার্যক্রম তদারকি করেন। বৈরী আবহাওয়া থাকা সত্বেও সারা দেশ থেকে ১০,০০০ এর অধিক কিশোর-কিশোরীরা খেলোয়াড়ী জীবন গড়ার লক্ষ্যে জেলা স্টেডিয়াম গুলোতে উপস্থিত হয়।
৬৪ জেলার প্রাথমিক বাছাই শেষে ক্রীড়ামেধা সম্পন্ন ১০০০ জনকে নিয়ে আগামী ১০ মে থেকে ১ মাসের প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করা হবে। ১ মাসের নিবিড় প্রশিক্ষণ শেষে ক্রীড়ামেধা সম্পন্ন ৪০০ জন ক্ষুদে খেলোয়াড়দের নিয়ে ২ মাসের আরও ১টি প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে এবং ২ মাসের নিবিড় প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হবে।
উল্লেখ্য বর্তমানে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের তারকা খেলোয়াড়দের অধিকাংশই বিকেএসপি পরিচালিত ক্রীড়া প্রতিভা অন্বেষণের সফল আবিস্কার।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST