মাহবুবুর রহমান রানা, তাড়াইল(কিশোরগঞ্জ):
আসন্ন তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী, কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূইয়া শাহীন প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। ইতিমধ্যে তিনি তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়ন ও গ্রামে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মানুষের ব্যাপক সাড়া আর ভালবাসায় সিক্ত হচ্ছেন পুরো এলাকা জুড়ে।
চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম ভূইয়া শাহীন বিগত দিনে তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে অসহায় ও হত দরিদ্র মানুষের কল্যাণে কাজ করেছেন।
তাই উপজেলাবাসী তাকে পুনরায় বিজয়ী করতে চান।
চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম ভূইয়া শাহীন বলেন, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারলে গর্ববোধ মনে করি।
তিনি আরও জানান, আমার রাজনীতি পর্যবেক্ষণ করছেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু (এম.পি)। আমার অভিভাবক যেভাবে নির্দেশ দিচ্ছেন সেভাবেই কাজ করছি। আমি আশাবাদী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাড়াইলের জনগণ আবারও গণরায়ে বিপুল ভোটে পুনরায় নির্বাচিত করবেন।
তিনি তাড়াইল উপজেলার সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া, সমর্থন ও সহযোগীতা কামনা করেছেন।
উল্লেখ্য, উপজেলা নির্বাচন অফিসার সৈয়দা আশুরা আক্তার খাতুন বলেন, তৃতীয় ধাপে ১১২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে, ভোট ২৯ মে।