মোহাম্মদ খলিলুর রহমান:-
কিশোরগঞ্জের বাজিতপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির ও জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু’র নিঃশর্ত মুক্তির দাবিতে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ।
গতকাল শুক্রবার (১০ মে) বিকেলে বিক্ষোভ মিছিলটি বাজিতপুর বাজার চাউল মহল পৌর বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে নেতৃত্ব দেয় বাজিতপুর পৌর যুবদলের নতুন কমিটির সভাপতি আহসান উদ্দিন বিপু, সহ-সভাপতি জাহিদুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক আহম্মদ মিয়া, সাংগঠনিক সম্পাদক পারভেজ মিয়া ।