নিজস্বপ্রতিবেদক :
কিশোরগঞ্জ থেকে প্রকাশিত ডেইলি কিশোরগঞ্জ টাইমস পত্রিকার সম্পাদক ও এ্যাডভোকেট এবিএম লুৎফর রশীদ রানার মাতা গত ১০ মে রাত ১০ টায় ইন্তেকাল করেন। ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমার ইন্তেকালে কিশোরগঞ্জ মফস্বল সাংবাদিক ফোরাম ও জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখা ও সাংবাদিক সমাজ গভীর শোক ও মরহুমার পরিবার বর্গের প্রতি সমবেদনা ঞ্জাপন করেছেন। বিবৃতিতে স্বাক্ষর করেন সভাপতি ও সাপ্তাহিক শুরূক পত্রিকার সম্পাদক হাকীম মুহা,ফজলুর রহমান, সহসভাপতি ও দৈনিক দেশ রুপান্তের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ শহীদুল ইসলাম পলাশ,যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মিজানুর রহমান প্রমুখ।তারা মরহুমার বিদেহী রুহের শান্তি ও কল্যাণ কামনা করেন।