শামসুল আলম শাহীন ঃ আনন্দঘন পরিবেশে সত্য সন্ধানে মুক্ত চিন্তার দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার অনলাইনের নতুন ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। হাঁটি হাঁটি পা পা করে চড়াই উৎরাই পেড়িয়ে দীর্ঘ ২৪ বছর পর গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় শহরের একটি কমিউনিটি সেন্টারে আনন্দঘন পরিবেশে নতুন এই ওয়েব ভার্সনটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) বিপিএম সেবা)। আজ থেকে ডিজিটাল দুনিয়ায় নতুন রূপে এলো ‘দৈনিক শতাব্দীর কন্ঠ’ অনলাইন ভার্সন। নতুন সংস্করণটির মূল উদ্দেশ্য হল, সহজ, সুন্দর, আধুনিক, সমৃদ্ধ এবং পাঠকবান্ধব করা।
দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার সম্পাদক ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রবীণ সাংবাদিক আহমেদ উল্লাহ’র সভাপতিত্বে পত্রিকার অনলাইন ভার্সন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) বিপিএম সেবা) উপস্থিত থেকে বক্তব্য রাখেন ।
প্রধান অতিথি বলেন, অনলাইন ভার্সন হচ্ছে একটি শক্তিশালী গণমাধ্যম। যা আর্ন্তজাতিক পর্যায়ে পৌঁছে যায়। দেশে বিদেশে যে কেউ অনলাইনের সংবাদ পড়তে পারবে। বর্তমান সরকারের ডিজিটালাইশনের সময়ে অনলাইন পত্রিকার অপরিসীম গুরুত্ব রয়েছে। প্রিন্ট সব জায়গায় পৌঁছুতে পারে না। কিন্তু অনলাইন বিশ্বের সব যায় গায় পৌঁছে যায়। তিনি সত্য সন্ধানে মুক্ত চিন্তার দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার অনলাইনের নতুন ওয়েবসাইটের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকাটি এমন কোন সংবাদ প্রকাশ করবে না যাতে দেশ ও সমাজের পাশাপাশি আমরাও ক্ষতিগ্রস্থ হই। আশা করি জেলার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষের পক্ষে কথা বলবে এটাই আমার প্রত্যাশা।
পত্রিকার সহকারি সম্পাদক প্রগতিশীল রাজনীতিবিদ প্রভাষক কায়সার আহমেদ লিংকনের সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক সুবীর বসাক, সাবেক জেলা সমবায় কর্মকর্তা কবি আবুল এহসান অপু, করিমগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান কবি ও সাহিত্য সমালোচক অধ্যাপক মো. শাহজাহান শাজু, নিউন্যাশন পত্রিকার স্টাফ রিপোর্টার আলম সারোয়ার টিটু, মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও জিটিভির জেলা প্রতিনিধি মুনিরুজ্জামান চৌধুরী সোহেল, দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার বার্তা সম্পাদক এম,এ আকবর খন্দকার, মফস্বল সম্পাদক শামসুল আলম শাহীন, স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান আসাদ, হোসেন মাহবুব কামাল (স্টাফ রিপোর্টার বাজিতপুর), খন্দকার আসাদুজ্জামান আসাদ(স্টাফ রিপোর্টার পাকুন্দিয়া), উজ্জ্বল কুমার সরকার (স্টাফ রিপোর্টার হোসেনপুর) ও প্রভাষক তরিকুল হাসান শাহীন পাকুন্দিয়া প্রতিনিধি প্রমুখ।
এ সময় দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার সহকারি সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন ও শামছুল আলম সেলিম, নির্বাহী সম্পাদক মো. হাবিবুল্লাহ হাবিব, সিনিয়র প্রতিবেদক রবীন্দ্র সরকার, বিজ্ঞাপন ম্যানেজার আছমা আক্তার লাভলী, সার্কুলেশন ম্যানেজার বিলকিছ আক্তার, কম্পিউটার অপারেটর সানজিদ আরা বৃষ্টি, স্টাফ রিপোর্টার মো. আব্দুল কাদির, অজয় কর্মকার, মো. কাঞ্চন শিকদার, মো. মাসুদ মিয়া ও শরফ উদ্দিন হোসাইন জীবন, শহর প্রতিনির্ধি মো. আলমগীর হোসেন, পলাশ কান্তি পাল (ভ্রাম্যমান প্রতিনিধি শহর), রাজন সরকার (স্টাফ রিপোর্টার পাকুন্দিয়া),তাজুল ইসলাম (প্রতিনিধি ইটনা),সাইদুল ইসলাম (প্রতিনিধি পুলের ঘাট), আব্দুর রহমান রিপন (প্রতিনিধি নিকলী) আলমগীর জোয়ারদার (প্রতিনিধি কটিয়াদী),ক.ম.মুহিব্বুল্লাহ বচ্চন (প্রতিনিধি পাকুন্দিয়া) প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও অধ্যাপক মো. ইসমাইল, অ্যাড. আব্দুল আউয়াল, কলামিস্ট সাদেক আহমেদ, আরটিভির জেলা প্রতিনিধি আ.ন.ম তানভীর হায়দার, সাংবাদিক ফাইজুল হক গোলাপ, আবু হানিফ, মো. মিজানুর রহমান, মো. খায়রুল ইসলাম ভুইয়া, অখিল চন্দ্র সরকার, কবি রাশেদ মনির, জাফর উল্লাহ কায়েস, আমেনা আক্তার, সিদরাতুল মুনতাহা নোহা, ¬¬¬কালের নতুন সংবাদ পত্রিকার সম্পাদক মো. খায়রুল ইসলামসহ অনলাইন, ডিজিটাল এবং আইটি বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
ওয়েবসাইট উদ্বোধনের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি পত্রিকার সম্পাদক আহমেদ উল্লাহ বলেন, বদলেছে সময়, আমরাও সেই সাথে নিজেদের বদলে নিচ্ছি। এখন মানুষ আগের মতো আর শুধুই ছাপানো পত্রিকার ওপর নির্ভর করে না। এখন পত্রিকা চলে গেছে মানুষের হাতে হাতে, মোবাইলে। আর তাই আমরাও পত্রিকার অনলাইনের ওপর বিশেষ নজর দিচ্ছি। আর সেই তাগিদ থেকেই সত্য সন্ধানে মুক্ত চিন্তার দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকাটির নতুন অনলাইন ভার্সন উদ্বোধন হতে যাচ্ছে । এর পর পরই জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) বিপিএম সেবা), পত্রিকার সম্পাদক আহমেদ উল্লাহসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ল্যাপটপের বাটন টিপে নতুন ওয়েবসাইটি উদ্বোধন করেন। এসময় করতালির মাধ্যমে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ উপস্থিত সকলেই অভিনন্দন ও স্বাগত জানান।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নির্বাহী সম্পাদক মো. হাবিব উল্লাহ হাবিব, দীপক দাস ও শরফ উদ্দিন হোসাইন জীবন।