আসাউজ্জামান জুয়েল :
কিশোরগঞ্জের হোসেনপুরে ২ মাস ২৭ দিন পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে।
গতকাল ৩০শে এপ্রিল ২০২৪ খ্রীঃ রোজ মঙ্গলবার কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় মাধখলা গ্রাম থেকে সিরাজ উদ্দিনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। এলাকাবাসী ও আত্মীয়স্বজন ও বাদী নাছিমা খাতুনের নিকট থেকে এবং কোর্টের সি.আর মামলা নং ৪৬১/২০২৩ তথ্যসূত্রে জানা যায়, আসামী গোলাপ গংরা চাঁদাবাজ, ভূমি দস্যু লোক বটে। মৃত সিরাজ উদ্দিনের একমাত্র কন্যা নাছিমা খাতুন অসহায় এবং গরীব মহিলা এবং মৃত সিরাজ উদ্দিনও গরীব মানুষ। মানুষের সাহায্যে সহযোগীতায় পিতা মাতার জীবন নির্বাহ করে। নাছিমা বলেন আমার পিতা বিগত ১৪/১১/২০২২ ইং তারিখে আমার পিতা আমার নামে ৩৭৬৮/২২ নং দলিল হেবামূলে ০৬.৬৬/১০০ শতাংশ ভূমি লিখে দেন। আমি উক্ত ভূমির দখল প্রাপ্ত হইয়া মাটি ভরাটসহ বিভিন্ন গাছপালা শাকসবজি চাষাবাদ করিয়া আসিতেছি। উক্ত ভূমি আসামী গোলাপ গংরা নিকট বিক্রয় করার জন্য আমাকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করিয়া আসিতেছে। আমি বিক্রয় করিতে অনীহা প্রকাশ করিলে আসামীগণ আমাকে হুমকি দেয় যে, বিক্রয় না করিলে যেকোন সময় আমার জমি জোরালো মূলে বেদখল করিবে।
বিগত ২৭/১০/২০২৩ খ্রীঃ আমি আমার পিতার দেওয়া ভূমিতে গিয়া দেখিতে পাই যে, আসামীদ্বয় আমার রোপিত শাবসবজি তুলিয়া ফেলিয়া চর্তুদিকে নেট জাল দিয়া বেড়া দিতেছে। আমি ইহার প্রতিবাদ করা মাত্রই ১নং আসামী হুকুম দিয়া বলে যে, “শালীদেরকে আজকে জীবনে মরিয়া ফেল”। এহ কথা বলার সাথে সাথে ২ নং আসামী আমাকে তাহাদের হাতে থাকা লাঠি দিয়া মামার শরীরে এলোপাতারী ভাবে বাইরায়া নীলা ফুলা জখম করে।
মাতা আমাকে উদ্ধার করার জন্য আগাইয়া আসিলে ১নং আসামী লাঠি দিয়া খুন করার উদ্দেশ্যে ১নং সাক্ষী আমার মায়ের মাথায় বারি মারিলে আমার মা সরিয়া পড়িলে উক্ত বারি আমার মায়ের মুখে লাগিয়া ঠোঁট ও মুখে লাগিয়া মারাত্মক রক্তাক্ত জখম হয় ও তাহার নিচের পাটির একটি দাঁত ভাঙ্গিয়া পড়িয়া যায় এবং উপরের সারি দাতগুলো লড়িয়া খায়। ১নং আসামী গোলাপ মিয়া তাহার হাতে থাকা বাঁশের লাঠি দিয়া ২নং সাক্ষী আমার বৃদ্ধ পিতাকে ডান হাতে, কোমড়ে পিঠে বাইরাইয়া নীলা ফুলা জখম করে। ২ নং আসামী আমার পিতাকে বুকে স্বজোরে কয়েকটি ঘুষি মারিলে মাটিতে পড়িয়া গেলে তাহার দুই হাত দিয়া গলায় চাপ দিয়ে শ্বাস রুদ্ধ করিয়া হত্যা করার চেষ্টা করে। তখন গ্রামের আশেপাশের লোকজন আগাইয়া আসিয়া তাদের কবল হইতে উদ্ধার করে এবং আসামীদ্বয় যাওয়ার সময় দেশীয় অস্ত্রাদি উচু করিয়া এই বলে হুমকি দেয় যে, আজ লোকজন আসাতে বেঁচে গেলি, সুযোগমত পাইলে খুন জখম করিয়া মারিয়া ফেলিব। আমার স্বামী ফারুক মিয়া ঘটনাস্থলে আসিয়া ঘটনা দেখিয়া আমাদেরকে অটোরিক্সা যোগে দ্রুত সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনিয়া ভর্তি করে। বর্তমানে আমার পিতা মাতা অত্র হাসপাতালে মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছে। আমি কিছুটা সুস্থ হইয়া মামলা করার জন্য থানায় গেলে থানা কর্তৃপক্ষ বিজ্ঞ আদালতে মামলা করার পরামর্শ দেওয়ায় বিজ্ঞ আদালতে আসিয়া মামলা দায়ের করিতে কিছুটা বিলম্ব হইল এবং চিকিৎসার কাগজপত্রসহ ১নং আসামী স্থিরচিত্র জমা দেওয়া হইলো।
ভিকটিম সিরাজ উদ্দিনের কণ্যা বাদি নাছিমা খাতুন ভিকটিম সিরাজ উদ্দিন মারা যাওয়া বাদীপক্ষের দৃঢ় বিশ্বাস আসামী গোলাপ গংদের আঘাতের ফলে ভিকটিম সিরাজ উদ্দিনের মৃত্যু হয়েছে। বিজ্ঞ আদালত বিগত ২৭/১০/২০২৩ ইং তারিখের ঘটনা জখমী মোঃ সিরাজ উদ্দিন (৭০) আসামি গোলাপ মিয়া ও হালিমা খাতুন এর দ্বারা আঘাত প্রাপ্ত হয়ে উক্ত আঘাতের প্রেক্ষিতে বিগত ০৩/০২/২০২৪ ইং তারিখ মৃত্যুবরণ করেন। তাই আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ৩০২ ধারা সংযোজনের প্রার্থনা করেন।
আদালত সার্বিক পর্যালোচনায় ন্যায় বিচারের স্বার্থে উক্ত বিষয়টির তদন্ত হওয়ার আবশ্যকতা আছে মর্মে আদালতের নিকট প্রতীয়মান হয় বিধায় জখমী মোঃ সিরাজ উদ্দিন এর মৃত্যু বিগত ২৭/১০/২০২৩ ইং তারিখের ঘটনার আঘাত জনিত কারণে হয়েছে কিনা সে মর্মে প্রতিবেদন দাখিল করার জন্য বিশেষ পুলিশ সুপার PBI কিশোরগঞ্জ-কে নির্দেশ প্রদান করা হলো। তদন্তের স্বার্থে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে কবর থেকে ডিসিস্টের লাশ উত্তোলনপূর্বক Post mortem রিপোর্ট প্রস্তুত করতঃ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হলো। এতদউদ্দেশ্যে বিশেষ পুলিশ সুপার PBI কিশোরগঞ্জ-কে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। উপরন্ত এতদউদ্দেশ্যে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, কিশোরগঞ্জ-কে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য এবং সিভিল সার্জন, কিশোরগঞ্জ-কে প্রয়োজনীয় সহযোগীতা করার জন্য নির্দেশ প্রদান করা হলো। আগামী ২৫/০৬/২০২৪ ইং তারিখ তদন্ত প্রতিবেদন প্রাপ্তির জন্য ধার্য আছে।
আদালতের আদেশ মোতাবেক ভিকটিম সিরাজ উদ্দিনের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে তিনি বলেন, আদালতের আদেশ মোতাবেক আমরা লাশ কবর থেকে উত্তোলন করেছি, ময়নাতদন্তের পর জানা যাবে ভিকটিম সিরাজ উদ্দিনের মৃত্যুর কারণ।